অবশেষে টুইটারে আসছে এডিট বাটন

অবশেষে টুইটারে আসছে এডিট বাটন
বিজ্ঞাপন

অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে টুইটারে আসছে এডিট বাটন। অনেকদিন ধরে পরীক্ষা নিরীক্ষার পর খুব শিগগিরই এই এডিট বাটন চালু করতে চলেছে টুইটার। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) টুইটারের পক্ষ থেকে এমন একটি বার্তা দেওয়া হয়েছে।

টুইটার বলছে, টুইট পোস্ট করার পর ৩০ মিনিট পর্যন্ত সেটি ‘এডিট’ করা যাবে। আপাতত টুইটার ব্লু সাবস্ক্রাইবাররা এই সুবিধা পাবেন।পরীক্ষা মূলক ভাবে আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ডে বসবাসকারীরা পেইড সাবস্ক্রিপশনের মাধ্যমে এই সেবা নিতে পারবেন। প্রথমে একটি দেশেই নতুন ‘এডিট’ পরিষেবা চালু করা হবে। ধীরে ধীরে অন্য দেশে তা চালু হবে।

বিজ্ঞাপন

ফিচারটি চালু হলে লেখা এডিট করার সুযোগ পাবে ব্যবহারকারীরা। এতদিন এডিট করার সুবিধা না থাকায় নানান ঝামেলায় পড়তে হত ব্যবহারকারীকে।

মোবাইল কানেকশন ছাড়াই কম্পিউটারে হোয়াটসঅ্যাপ

টেক টাইমস বিডি এর ফেসবুক পেজের লিংক

তথ্যসূত্র: ইন্টারনেট

বিজ্ঞাপন