আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে যারা কাজ করেন, এমন ব্যবহারকারীদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে গুগল। এ ধরনের ব্যবহারকারীদের সুরক্ষা দেবে প্রতিষ্ঠানটি। এআই ব্যবহারের কারণে গুগল ক্লাউড ও ওয়ার্কস্পেস প্লাটফর্মে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি লঙ্ঘনের অভিযোগে কেউ অভিযুক্ত হলে তাকে দরকারি নিরাপত্তা দেবে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট ও অ্যাডোবির মতো কোম্পানিগুলোও এ নিয়ম অনুসরণ করছে।
গুগলের মতো প্রধান প্রযুক্তি কোম্পানিগুলো জেনারেটিভ এআইয়ের ওপর প্রচুর বিনিয়োগ করছে। নিজেদের পরিষেবায় এ খাতকে যুক্ত করতে চাইছে তারা। সম্প্রতি বিশিষ্ট লেখক, চিত্রশিল্পী ও বিভিন্ন কপিরাইট মালিকরা বেশ কয়েকটি অভিযোগ তুলেছেন।
তাদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ও নৈতিক ব্যবহার নিশ্চিতে সিস্টেমটি যেসব শিল্পীদের কাজ থেকে অনুপ্রাণিত হয়, তাদের অনুমতি নেয়া বাধ্যতামূলক করতে হবে। মূলত শিল্পীদের এমন আলোচনা থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তৈরি করা কাজের কপিরাইট ক্লেইমের বিষয়টি নতুন করে সামনে এসেছে।
তথ্যসূত্র: রয়টার্স
টেক টাইমস বিডি
টেক টাইমস বিডি ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন।
টেক টাইমস বিডি ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ টেক টাইমস বিডি ফেসবুক পেজের লিংক।
টেক টাইমস বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতেঃ এখানে ক্লিক করুন এবং তথ্য প্রযুক্তির আপডেট ভিডিও দেখুন।
গুগল নিউজে টেক টাইমস বিডি সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
তথ্য প্রযুক্তির আপডেট খবর পেতে ভিজিট করুন www.techtimesbd.com ওয়েবসাইট।