এক টিকেটে দেখুন পুরো ওয়ার্ল্ড কাপ

এক টিকেটে দেখুন পুরো ওয়ার্ল্ড কাপ
বিজ্ঞাপন
যেখানেই থাকেন, মিস হবে না ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচ। Rabbithole-এর Nagad World Cup Pack সাবস্ক্রাইব করে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সব ম্যাচের দেখতে পারবেন মাত্র ৬০ টাকায়। এছাড়াও ২০ টাকার Rabbithole-এর Daily Pack-এ ১০% ক্যাশব্যাকতো আছেই। শুধু নগদ পেমেন্টে।

১। আপনি নগদ-এর মাধ্যমে পেমেন্ট করে Rabbitholebd-তে বিশ্বকাপের নগদ সাবস্ক্রিপশন প্যাকেজ ৬০ টাকায় উপভোগ করতে পারবেন । এছাড়াও আপনি নগদ দিয়ে পেমেন্ট করে Rabbithole থেকে ২০ টাকার দৈনিক প্যাকেজ কিনে ১০% পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন

২। আপনি Rabbitholebd-এর ওয়েবসাইট (www.rabbitholebd.com) বা অ্যাপ থেকে অনলাইনে নগদ এর মাধ্যমে পেমেন্ট করে এই সাবস্ক্রিপশন প্যাক্যাজটি উপভোগ করতে পারবেন

বিজ্ঞাপন

৩। আপনি যদি নগদ অ্যাপ বা *167# (ইউএসএসডি)-এর মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে এই অফারটি নিতে পারবেন না

৪। আপনি অফারের সব শর্ত পূরণ করে, পুরো অফার চলাকালে ৬০ টাকার সাবস্ক্রিপশন প্যাকেজ একবার উপভোগ করতে পারবেন এবং প্যাকেজটির মেয়াদ থাকবে ২০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত। আপনি এই ক্যাম্পেইনের সকল শর্ত পূরণ করে ২০ টাকার দৈনিক প্যাকেজ উপর এই ক্যাশব্যাক প্রতিদিন একবার এবং পুরো ক্যাম্পেইন চলাকালে মোট ১০ বার উপভোগ করতে পারবেন এবং প্যাকেজের মেয়াদ Rabbithole-এর পলিসি অনুযায়ী বলবৎ থাকবে

৫। এই অফার ২ অক্টোবর, ২০২৩ থেকে ১৯ অক্টোবর, ২০২৩ পর্যন্ত কার্যকর থাকবে। ২০ টাকার দৈনিক প্যাকেজ অফারটি ৭ অক্টোবর, ২০২৩ থেকে ৩০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত চলবে

৬। এই অফার উপভোগ করতে হলে, নগদ একাউন্টটি অবশ্যই সচল ও ফুল প্রোফাইল থাকতে হবে

৭। Rabbitholebd এই ক্যাম্পেইন সম্পর্কিত সাবস্ক্রিপশন, প্যাকেজ, তথ্য এবং এই প্রচারণার সাথে সংশ্লিষ্ট কাস্টমার সার্ভিসের দায় বহন করবে। এক্ষেত্রে নগদ শুধুমাত্র পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে দায়বদ্ধ থাকবে

৮। নগদ এই শর্তগুলো পরিবর্তন/পরিবর্ধন করার কিংবা কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো অফারটি বাতিল করার অধিকার রাখে।

৯। আপনার যেই নাম্বার দিয়ে নগদ একাউন্ট খুলেছেন/খুলবেন এবং পেমেন্ট করবেন, সেই নগদ একাউন্টে ২০ টাকার দৈনিক প্যাকেজ উপর ক্যাশব্যাকটি পাবেন। আপনি এই অফারের শর্ত অনুযায়ী উপযুক্ত হলে পেমেন্ট করার পর ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন

১০। এই অফার সম্পর্কিত যেকোন সিদ্ধান্ত নগদ কর্তৃক সংরক্ষিত এবং নগদ-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে

তথ্যসূত্র: নগদ

টেক টাইমস বিডি

টেক টাইমস বিডি ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন
টেক টাইমস বিডি ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ টেক টাইমস বিডি ফেসবুক পেজের লিংক
টেক টাইমস বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতেঃ এখানে ক্লিক করুন এবং তথ্য প্রযুক্তির আপডেট ভিডিও দেখুন।
গুগল নিউজে টেক টাইমস বিডি সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
তথ্য প্রযুক্তির আপডেট খবর পেতে ভিজিট করুন www.techtimesbd.com ওয়েবসাইট।

বিজ্ঞাপন