ইনপুট ডিভাইস
যে অংশে কম্পিউটারের কাজ করার জন্য প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশনা দেয়া হয়, সে অংশকে বলা হয় ইনপুট ডিভাইস। অর্থাৎ যে যন্ত্র বা ডিভাইসের মাধ্যমে তথ্য বা নির্দেশনা ইনপুট বা প্রদান করা হয়, সেগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস। নিম্নে কতিপয় ইনপুট ডিভাইসের নাম উল্লেখ করা হলো।
১. কী-বোর্ড
২. মাউস
৩. কার্ড রিডার, পেপার টেপ রিডার, পাঞ্চ কার্ড
৪. ডিজিটাল ক্যামেরা
৫. স্ক্যানার
৬.জয়স্টিক
৭.মাইক্রোফোন
৮. ম্যাগনেটিক টেপ ড্রাইভ
৮. হার্ডডিস্ক ড্রাইভ
৯. ফ্লপিডিস্ক ড্রাইভ, সিডি ড্রাইভ ইত্যাদি।
আউটপুট ডিভাইস
কম্পিউটারের প্রদত্ত তথ্যাবলি সিপিইউতে প্রক্রিয়াকরণের পরে যে সকল যন্ত্র বা ডিভাইস ফলাফল প্রকাশ করে সেগুলোই হচ্ছে আউটপুট ডিভাইস। নিম্নে কতিপয় আউটপুট ডিভাইসের নাম উল্লেখ করা হলো।
১. মনিটর
২. প্রিন্টার
৩. স্পীকার
৪. প্লটার
৫. ডিস্ক ড্রাইভ
৬. শব্দ সংশ্লেষক
৭. মাইক্রোফিল্ম
৮. মাইক্রোচিপ ইত্যাদি।