কম্পিউটারের বৈশিষ্ট্য ও বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার।

1087
কম্পিউটারের বৈশিষ্ট্য কম্পিউটারের ব্যবহার
বিজ্ঞাপন

নিউজ ডট বাজারযাবো ডেস্কঃ বিভিন্ন যন্ত্রের মতো কম্পিউটারেরও নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য হলো :
১. দ্রুতগতি (High speed)
২. নির্ভুলতা (Correctness)
৩. সুক্ষতা (Accuracy)
৪. বিশ্বাসযোগ্যতা (Reliability)
৫. ক্লান্তিহীনতা (Dilligence)
৬. স্মৃতিশক্তি (Memory)
৭. স্বয়ংক্রিয়তা (Automation)
৮. যুক্তিসংগত সিদ্ধান্ত(Logical Decision)
৯. বহুমুখিতা (Versatility)
১০. অসীম জীবনীশক্তি (Endless Life)

বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার
১. ওয়ার্ড প্রসেসিং বা লেখালেখির কাজে টাইপরাইটারের বিকল্প হিসেবে অফিস আদালতে কম্পিউটার ব্যবহৃত হয়।
২. ব্যাংকিং, শেয়ার বাজার ও ইন্স্যুরেন্স ইত্যাদি প্রতিষ্ঠানে লেনদেনের হিসেব তৈরি ও সংরক্ষণের কাজে গতানুগতিক পদ্ধতি বাদ দিয়ে আজকাল কম্পিউটার ব্যবহার করা হয়।
৩. শিক্ষাক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে।
৪. বিনোদনের ক্ষেত্রে যেমন টিভি দেখা, ভিডিও দেখা ও গান বাজানো ইত্যাদি।
৫. মুদ্রণশিল্পে প্রকাশনার  যে কোন কাজে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে।
৬. যোগাযোগ ব্যবস্থার টিকিট বিক্রি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টের ডিরেকশন ও গতি নির্ণয়ের কাজে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে।
৭. আধুনিক সামরিক বাহিনীতে নিরাপত্তা রক্ষী হিসেবে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে।
৮. আবহাওয়ার প–র্বাভাস পর্যবেক্ষণের কাজে, এসব ছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে এখন কম্পিউটার ব্যবহৃত হচ্ছে।

বিজ্ঞাপন

৯. অফিসের যাবতীয় ব্যবস্থাপনার কাজে আজকাল কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
১০. শিল্পক্ষেত্রে যন্ত্রপাতি পরিচালনা বা নিয়ন্ত্রণের কাজেও কম্পিউটার ব্যবহৃত হচ্ছে।
১১. যন্ত্রপাতি, মোটরগাড়ি, জাহাজ, এ্যারোপ্লেন, ঘরবাড়ী, ব্রিজ ইত্যাদি ডিজাইন করার ক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে।
১২. বিভিন্ন ধরনের গবেষণার কাজে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে।
১৩. একস্থান থেকে অন্যস্থানে সংবাদ প্রেরণের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে।

বিজ্ঞাপন