জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে কাতার বিশ্বকাপের গ্রুপপর্বের খেলা। গ্রুপপর্ব থেকে ১৬টি দল বিদায় নিয়েছে। আর ১৬টি দল পরের রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। তাদের নিয়ে আজ শনিবার (০৩ ডিসেম্বর, ২০২২) থেকে শুরু হচ্ছে নতুন লড়াই। তার আগে চলুন দেখে নেওয়া যাক শেষ ষোলোর সময়সূচি।
তারিখ | মুখোমুখি | সময় | ভেন্যু |
৩ ডিসেম্বর | নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র | রাত ৯টা | আল রায়ান |
৪ ডিসেম্বর | আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া | রাত ১টা | আল রায়ান |
৪ ডিসেম্বর | ফ্রান্স-পোল্যান্ড | রাত ৯টা | দোহা |
৫ ডিসেম্বর | ইংল্যান্ড-সেনেগাল | রাত ১টা | আল খোর |
৫ ডিসেম্বর | জাপান-ক্রোয়েশিয়া | রাত ৯টা | আল ওয়াকরাহ |
৬ ডিসেম্বর | ব্রাজিল-দ. কোরিয়া | রাত ১টা | দোহা |
৬ ডিসেম্বর | মরোক্কো-স্পেন | রাত ৯টা | আল রায়ান |
৭ ডিসেম্বর | পর্তুগাল-সুইজারল্যান্ড | রাত ১টা | লুসাইল |
টেক টাইমস বিডি
টেক টাইমস বিডি ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
টেক টাইমস বিডি ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ টেক টাইমস বিডি ফেসবুক পেজের লিংক।
টেক টাইমস বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং তথ্য প্রযুক্তির আপডেট ভিডিও দেখুন।
গুগল নিউজে টেক টাইমস বিডি সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
তথ্য প্রযুক্তির আপডেট খবর পেতে ভিজিট করুন www.techtimesbd.com ওয়েবসাইট।