আপনার বিশ্বকাপ আনন্দকে আরো বেশি উৎসবমুখর করতে, নগদ নিয়ে এলো ‘নগদ-এ গোল’ ক্যাম্পেইন । দেশজুড়ে নগদ-এর ৪৬টি ‘নগদ সেবার যেকোনোটি থেকে নির্দিষ্ট পরিমাণ ক্যাশ ইন করে, কুইজ প্রতিযোগিতায় অংশ নিন। ক্যাম্পেইন -এর ৩ জন বিজয়ীর জন্য, ১ম, ২য় ও ৩য় পুরস্কার হিসেবে রয়েছে যথাক্রমে ৪৩’’ স্মার্ট টিভি, ৪০’’ এলইডি টিভি ও ৩২’’ এলইডি টিভি। এছাড়া নির্দিষ্ট পরিমাণ ক্যাশ ইন-এ, নগদ-এর পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ উপহার।
ক্যাম্পেইন বিস্তারিত
‘নগদ -এ গোল’ শর্তাবলী:
- ‘নগদ -এ গোল’ কুইজে অংশগ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই ৪৬টি নগদ সেবার যেকোনো সেবা থেকে ৫০০ টাকা অথবা ২০২২ টাকা ক্যাশ ইন করতে হবে।
- নগদ সেবা থেকে কুইজ কার্ডের প্রাপ্যতা সাপেক্ষে কুইজে অংশ নিতে পারবেন।
- কুইজে অংশগ্রহণ করার জন্য কুইজ কার্ডে আপনার নাম ও নগদ অ্যাকাউন্ট নাম্বার প্রদান করতে হবে।
- সঠিক উত্তরদাতার ভিতর থেকে দৈবচয়ন পদ্ধতিতে ১ম (স্মার্ট টিভি ৪৩ ইঞ্চি), ২য় (এলইডি টিভি ৪০ ইঞ্চি) ও ৩য় (এলইডি টিভি ৩২ ইঞ্চি) মেগা পুরস্কার বিজয়ী নির্বাচন করা হবে।
- ‘নগদ’ আপনার প্রদেয় সকল তথ্যের সম্পূর্ণ গোপনীয়তা নিশ্চিত করবে।
- সম্পূর্ণ ক্যাম্পেইন পিরিয়ডে একজন গ্রাহক সর্বোচ্চ ১ (এক) বার কুইজে অংশগ্রহণ করতে পারবেন।
- মেগা পুরষ্কার উপভোগ করতে হলে আপনার নগদ একাউন্ট টি অবশ্যই ফুল প্রোফাইলে থাকতে হবে।
- মেগা পুরষ্কার বিজয়ীর নগদ অ্যাকাউন্ট, লেনদেনের বিবরণ এবং জাতীয় পরিচয় পত্র দিয়ে যাছাই-বাছাই করা হবে।
- নগদ অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করে কুইজে অংশগ্রহণ করতে হবে ।
২। এই ক্যাম্পেইন উপভোগ করতে হলে আপনার ‘নগদ’-এর অ্যাকাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে।
৩। ক্যাম্পেইনটি ২৭ নভেম্বর ২০২২ ইং তারিখ থেকে ৫ ডিসেম্বর ২০২২ ইং পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে।
৪। এই ক্যাম্পেইন এর সকল শর্তাবলী পূরণ করে নির্দিষ্ট ‘নগদ সেবা’ তে গিফট আইটেমের ষ্টক শেষ না হওয়া পর্যন্ত কুইজে অংশগ্রহণ করতে পারবেন।
৫। গ্রাহককে ‘নগদ সেবা’ তে উপস্থিত প্রতিনিধি গিফট আইটেমের ষ্টক সম্পর্কে ক্যাশ ইন এর পূর্বেই অবহিত করবে।
৬। মেগা পুরস্কার বিজয়ীদের সাথে নগদ থেকে অফিসিয়ালি যোগাযোগ করা হবে ।
৭। ‘নগদ’ এই শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন করার কিংবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো ক্যাম্পেইনটি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
৮। এই ক্যাম্পেইন সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত ‘নগদ’ কর্তৃক সংরক্ষিত এবং নগদ-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
শর্তাবলী
নগদ’ ঘোষণা করে যে,
ক) নগদ বা নগদের কোন প্রতিনিধি, কোন সময়েই গ্রাহকের কাছে তার অ্যাকাউন্টের ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) কিংবা পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার (পিন) নাম্বার চাইবে না।
খ) ইহা গ্রাহককে কোন প্রকার লেনদেন করতে বলবে না।
গ) ইহা গ্রাহককে শুধুমাত্র ১৬১৬৭ বা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নাম্বার থেকেই যোগাযোগ করবে। এই ক্যাম্পেইন এর আওতায় নগদের মাধ্যমে টাকা প্রদানের ক্ষেত্রে যে কোন প্রকার বিভ্রান্তি বা দ্বিধা নিশ্চিত হবার জন্য গ্রাহক ১৬১৬৭ অথবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নাম্বারে কল করতে পারেন ।
ঘ) উপরোক্ত ঘোষণাসমূহের পরও তৃতীয় কোন পক্ষের কোন কার্যের জন্য গ্রাহকের কোন ক্ষতি সাধিত হলে নগদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
তথ্যসূত্র: নগদ
টেক টাইমস বিডি
টেক টাইমস বিডি ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
টেক টাইমস বিডি ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ টেক টাইমস বিডি ফেসবুক পেজের লিংক।
টেক টাইমস বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং তথ্য প্রযুক্তির আপডেট ভিডিও দেখুন।
গুগল নিউজে টেক টাইমস বিডি সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
তথ্য প্রযুক্তির আপডেট খবর পেতে ভিজিট করুন www.techtimesbd.com ওয়েবসাইট।