ভাইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে। এর আওতায় অ্যাপটির বহুল প্রত্যাশিত ‘ক্রিকেট সুপারবট’ ফিচারের মাধ্যমে খেলার লাইভ আপডেট, ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী, বিভিন্ন মজাদার গেম খেলতে এবং পুরস্কার জিতে নেয়ার সুযোগ পাবেন ব্যবহারকারীরা ।
নতুন এ সুপারবটটি অটোমেটেড প্রযুক্তিসম্পন্ন, যা ক্রিকেট ভাইবস চ্যানেলের অংশ। এর ‘প্রেডিকশন’ সেকশনের মাধ্যমে ব্যবহারকারীরা পুরো খেলার আদ্যোপান্ত (টস থেকে শুরু করে কোন দল কতো স্কোর করবে এবং ম্যাচের বিজয়ী কে হবে) সম্পর্কে অনুমান করতে পারবেন। প্রতিযোগিতা শেষে শ্রীলংকা, নেপাল, বাংলাদেশ এবং ভারতের শীর্ষ তিনজন সমর্থকের সম্মিলিত সর্বোচ্চ স্কোর এর বিবেচনায় আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছে ভাইবার।
এ ছাড়াও অ্যাপটিতে ব্যবহারকারীরা ক্রিকেট গেম খেলতে পারবেন এবং নিজেদের স্বাচ্ছ্যন্দদায়ক জায়গা থেকে রান করতে পারবেন।
এ ক্যাম্পেইন নিয়ে শ্রীলংকার সাবেক ক্রিকেটার লাসিথ মালিঙ্গা বলেন, এ ধরনের মেসেজিং অ্যাপ থেকে এর আগে আমি কখনো এ ধরনের অভিজ্ঞতা লাভ করেনি। ব্যবহারকারীদের চাহিদাকে ভাইবার যেভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে তাতে আমি অভিভূত। ক্রিকেটপ্রেমীদের জন্য যে গেম ও কর্মকাণ্ড গুলোর আয়োজন করা হয়েছে, তা তারা উপভোগ করবে বলে আমি প্রত্যাশা করছি।