স্মার্টফোনে সারাক্ষণ কোনো না কোনো কাজ করছেন। কখনো কথা বলায় কখনো আবার মেসেজিং কিংবা সোশ্যাল মিডিয়া স্ত্রোল করছেন। আবার ভিডিও দেখা কিংবা বই পড়ার জন্য হাতে আছে স্মার্টফোনটি। বলা যায় নিত্যসঙ্গী এখন স্মার্টফোন।
স্মার্টফোনে নানা ধরনের অ্যাপ ব্যবহার করেন সবাই। তবে জানেন কি? এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলো স্মার্টফোনের চার্জ দ্রুত ফুরিয়ে ফেলে। এমনকি ব্যাটারির আয়ুও কমিয়ে দেয়।
কিছু অ্যাপ রয়েছে যেগুলো বহার না করলেও ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহের জন্য অ্যাপগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে সব সময় চালু থাকে। এসব অ্যাপ চাইলেও বন্ধ করা যায় না। ফলে ব্যাটারি খরচ হতে থাকে।
জেনে নিন এমন কিছু অ্যাপ সম্পর্কে যেগুলো দ্রুত ফোনের চার্জ শেষ করে-
*** ফেসবুক
*** ফেসবুক মেসেঞ্জার
*** ইনস্টাগ্রাম
*** স্ন্যাপচ্যাট
*** ফিটবিট
*** ইউটিউব
*** স্কাইপি
*** টিন্ডার
*** অ্যামাজন অ্যালেক্সা
*** উবার
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
টেক টাইমস বিডি
টেক টাইমস বিডি ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন।
টেক টাইমস বিডি ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ টেক টাইমস বিডি ফেসবুক পেজের লিংক।
টেক টাইমস বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতেঃ এখানে ক্লিক করুন এবং তথ্য প্রযুক্তির আপডেট ভিডিও দেখুন।
গুগল নিউজে টেক টাইমস বিডি সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
তথ্য প্রযুক্তির আপডেট খবর পেতে ভিজিট করুন www.techtimesbd.com ওয়েবসাইট।