সাত মিনিটেই চার্জ হবে ৫০ শতাংশ

সাত মিনিটেই চার্জ হবে ৫০ শতাংশ
বিজ্ঞাপন
মার্কিন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা বাজারে দ্রুতগতির চার্জিং অ্যাডাপ্টার নিয়ে এসেছে । ১২৫ ওয়াটের মটো জিএএন ফ্ল্যাশ চার্জিং অ্যাডাপ্টার দিয়ে ৫০০০ এমএএইচ ব্যাটারির স্মার্টফোন চার্জ হতে সময় লাগবে মাত্র ১৪ মিনিট। ৫০ শতাংশ চার্জ হবে ৭ মিনিটে।

মটোরোলার এই চার্জিং অ্যাডাপ্টার মটো এক্সক্লুসিভ কিউসি ৩.০ এবং পিডি ৩.০ প্রোটোকল সাপোর্টেট। এতে ইন-বিল্ট অন সেমিকন্ডাক্টর কন্ট্রোল আইসি রয়েছে। যা অ্যাডাপ্টারের কার্যক্ষমতা বাড়িয়ে দেবে। অ্যাডাপ্টারের কেসিং আগুনের শিখা প্রতিরোধক উপাদান দিয়ে তৈরি।

এই চার্জিং অ্যাডাপ্টার ব্যবহারে ওভারচার্জ, ওভারহিটিং এবং শর্ট সার্কিটের মতো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। নিরাপত্তা সুরক্ষায় চায়না কম্পালসারি সার্টিফিকেশন লাভ করেছে এই অ্যাডাপ্টার। চার্জ দেওয়ার সময় যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

বিজ্ঞাপন

 

টেক টাইমস বিডি

টেক টাইমস বিডি ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন
টেক টাইমস বিডি ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ টেক টাইমস বিডি ফেসবুক পেজের লিংক
টেক টাইমস বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং তথ্য প্রযুক্তির আপডেট ভিডিও দেখুন।
গুগল নিউজে টেক টাইমস বিডি সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
তথ্য প্রযুক্তির আপডেট খবর পেতে ভিজিট করুন www.techtimesbd.com ওয়েবসাইট।

বিজ্ঞাপন