সেরা ১০ ব্র্যান্ডের স্মার্টফোনসহ বিভিন্ন লাইফস্টাইল পণ্যের স্মার্ট এক্সপো শুরু করেছে অনলাইন শপ সেলেক্সট্রা। ১০ দিনব্যাপী এ মেলায় বিভিন্ন প্রযুক্তি পণ্যের সঙ্গে থাকছে ছাড়, উপহারসহ নানা অফার। মেলাটি চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত।
আয়োজকরা জানান, স্মার্ট এক্সপো চলাকালীন অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্য থেকে যে কোনো পণ্যে সেলেক্সট্রার পক্ষ থেকে ২০% ডিসকাউন্ট অথবা কিস্তিতে নিলে ১৮ মাস পর্যন্ত সুদহীন ইএমআই’র ব্যবস্থা আছে। ক্রেডিট কার্ড ছাড়াও নেওয়া যাবে সুবিধাটি।
স্মার্ট এক্সপোতে অ্যাপল, স্যামসাং, ওয়ানপ্লাস, নোকিয়া, মটোরোলা, শাওমি, রিয়েলমি, অপ্পো, ভিভো ও টেকনো অংশ নিয়েছে। মেলাটি সেলেক্সট্রার অনলাইন এবং অফলাইনে চলমান।
এ ছাড়া নগদে মূল্য পরিশোধ করলে নগদের পক্ষ থেকে পাওয়া যাবে ১০% (সর্বোচ্চ ১ হাজার পর্যন্ত) ডিসকাউন্ট।