মোবাইলে মাস্টারকার্ড ক্রেডিট কার্ডের বিল দিলে ঝামেলা তো কমবেই, সাথে ক্যাশব্যাক পেলে লাভও হবে বেশি। তাইতো আপনাদের বেশি লাভ দিতে, নগদ ও মাস্টারকার্ড নিয়ে এসেছে দারুণ ক্যাশব্যাক অফার। এখন মাস্টারকার্ড ক্রেডিট কার্ডের বিল নগদ-এর মাধ্যমে দিলে পাচ্ছেন ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
ক্যাম্পেইন বিস্তারিত
১। নগদ-এর গ্রাহকগণ বাংলাদেশের যেকোন বাণিজ্যিক ব্যাংক থেকে ইস্যু করা মাস্টারকার্ড ক্রেডিট কার্ডের বিল নগদের মাধ্যমে পরিশোধ করলে ১.৫% বা সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন
২। শুধুমাত্র নগদ অ্যাপ (App) ব্যবহার করে ‘বিল পে’ থেকে ‘ক্রেডিট কার্ড বিল পেমেন্ট’ ব্যবহার করে মাস্টারকার্ড ক্রেডিট কার্ড সংরক্ষণ করে, মাস্টারকার্ড ক্রেডিট কার্ড বিল পরিশোধ করলে আপনি এই অফারটি উপভোগ করতে পারবেন
৩। নগদ ইউএসএসডি অর্থাৎ *167# ডায়ালের মাধ্যমে বিল পরিশোধ করার ক্ষেত্রে ক্যাশব্যাক প্রযোজ্য নয়
৪। ক্যাম্পেইন-এর সময়সীমাকে ২টি চক্রে ভাগ করা হয়েছে:
- ১ম চক্র: ২১ সেপ্টেম্বর, ২০২২ থেকে ২০ অক্টোবর, ২০২২, যেখানে ১.৫% অথবা সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন
- ২য় চক্র: ২১ অক্টোবর, ২০২২ থেকে ৩০ নভেম্বর, ২০২২, যেখানে ১.৫% অথবা সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন
৫। আপনি নগদ-এর মাধ্যমে আপনার মাস্টারকার্ড ক্রেডিট কার্ড বিল পেমেন্টে প্রতিটি চক্রে ১.৫% বা ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন
৬। আপনি যদি এই অফারের আওতাধীন সমস্ত শর্ত পূরণ করেন, তাহলে ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে ক্যাশব্যাক পাবেন
৭। আপনি ক্যাম্পেইনের ২য় চক্রের সময় যদি প্রথমবার ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন, তাহলে আপনি সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাকের জন্য মনোনীত হবেন
৮। এই অফারটি বিদ্যমান এবং সেইসাথে নতুন নিবন্ধিত নগদ গ্রাহকদের জন্য প্রযোজ্য, যারা যেকোন মাস্টারকার্ড, নগদ অ্যাপ-এ সংরক্ষণ করবেন এবং তারপর নগদ অ্যাপ ব্যবহার করে মাস্টারকার্ড ক্রেডিট কার্ড বিল পরিশোধ করবেন
৯। নগদ-এর গ্রাহকের জন্য বিল পেমেন্ট-এর ক্ষেত্রে কোন লিমিট নেই কিন্তু এই সার্ভিসটি উপভোগ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কমার্শিয়াল ব্যাংক এর রেগুলেটরি পেমেন্ট রুলস প্রযোজ্য
১০। এই সার্ভিসটি উপভোগ করতে হলে নগদের গ্রাহকের একাউন্টটি অবশ্যই সচল (ফুল প্রোফাইল) হতে হবে এবং তাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকতে হবে
১১। একজন নগদ গ্রাহকের বিল পেমেন্ট এর ক্ষেত্রে সম্পূর্ণ বিলের পরিমাণের উপর ১% করে চার্জ করা হবে
১২। যদি আপনার একাউন্টের ব্যালেন্স সীমা অতিক্রম করে বা অন্য কোন কারণে আপনি উল্লিখিত সময়ে ক্যাশব্যাক না পান, তবে নগদ আপনাকে ক্যাশব্যাকের অর্থ দেয়ার জন্য অতিরিক্ত একবার চেষ্টা করবে। তারপরও যদি টাকা না পান, তবে আপনি আর এই ক্যাম্পেইনের আওতাভুক্ত থাকবেন না এবংতারপরও যদি টাকা না পান, ৎত অ্যা নগদ ক্যাশব্যাকের জন্য আর দায়ী থাকবে না
১৩। এই সার্ভিসের আওতাভুক্ত বিল পেমেন্ট সংক্রান্ত সকল তথ্য এবং তার দায়ভার ‘মাস্টারকার্ড’ এর উপর। ‘নগদ’ শুধুমাত্র পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে দায়বদ্ধ
১৪। নগদ এই শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন করার কিংবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো সার্ভিসটি বাতিল করার অধিকার রাখে
১৫। এই সার্ভিস এবং ক্যাম্পেইন সম্পর্কিত যেকোন সিদ্ধান্ত ‘নগদ’ কর্তৃক সংরক্ষিত এবং নগদ-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে
শর্তাবলী
নগদ ঘোষণা করে যে,
ক) নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি শুধু ইমেল, টিকেটিং অথবা কাগজে নোট করার প্রয়োজনে মাস্টারকার্ড ক্রেডিট কার্ডের শেষ ৪ ডিজিট গ্রাহকের কাছে চাইতে পারে (প্রয়োজনে)
এছাড়া একজন নগদ গ্রাহক, অন্য যেকোন পরিস্থিতিতে তার সম্পূর্ণ ক্রেডিট কার্ডের নাম্বার কারো সাথে শেয়ার করবে না
খ) নগদ বা নগদের কোন প্রতিনিধি, কোন সময় গ্রাহকের কাছে নগদ একাউন্ট অথবা ক্রেডিট কার্ডের ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) বা পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার (পিন) চাইবেনা এবং আপনাকে কোন প্রকার লেনদেন করতে বলবেন না
গ) নগদ-এর কোন প্রতিনিধি নগদ গ্রাহককে অন্য কারো কাছে টাকা পাঠাতে বলবে না, গ্রাহক যদি কারো কাছে টাকা পাঠিয়ে প্রতারণার শিকার হন, তাহলে তার দায়ভার সম্পূর্ণ গ্রাহকের
ঘ) 16167 বা 096 096 16167 নাম্বার থেকেই শুধু আপনার সাথে যোগাযোগ করা হবে। এই অফার চলাকালে নগদ-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি দেখা দিলে তা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারবেন। এই ঘোষণাসমূহের পরও তৃতীয় কোন পক্ষের কারণে গ্রাহকের কোন ক্ষতি সাধিত হলে নগদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না
ঙ) ক্রেডিট কার্ডের বিলটি পেমেন্ট করার জন্য, সংশ্লিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ড ম্যানেজমেন্টের কাছে পাঠানো হবে এবং পেমেন্টটি ৩ (তিন) কার্যদিবসের মধ্যে আপডেট করা হবে। কিন্তু গ্রাহক যদি শেষ মুহূর্তে নগদ-এর মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করে এবং বিলম্ব ফি জরিমানা করা হয়, সেক্ষেত্রে গ্রাহক বিষয়টি সংশ্লিষ্ট ব্যাংকে সংশোধনের জন্য অবহিত করবেন
চ) একজন গ্রাহক নগদ অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল যাচাই করতে পারবেন না। নগদের মাধ্যমে শুধু মাস্টারকার্ড ক্রেডিট কার্ডের বিল দেয়া যাবে। বিল পেমেন্টের ক্ষেত্রে ভুল কার্ড নাম্বারে টাকা পাঠালে সেটি সংশোধন করবে ক্রেডিট কার্ড ইস্যুকারী সংশ্লিষ্ট ব্যাংক। উদাহরণস্বরূপ- একজন গ্রাহক ৫০০ টাকা কার্ডে পাঠাতে গিয়ে ভুলে ৫০০০ টাকা প্রেরণ করলে বিষয়টি কার্ড ইস্যুকারী সংশ্লিষ্ট ব্যাংকে জানাতে হবে
ছ) উপরের ঘোষণাগুলোর পরও তৃতীয় কোন পক্ষের দ্বারা আপনার কোন ক্ষতি হলে, নগদ দায়ী থাকবে না। এই অফার সম্পর্কে যেকোন প্রকার মতবিরোধ দেখা দিলে 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করার অনুরোধ করা হচ্ছে
জ) এই অফারের বিস্তারিত বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা থাকবে। বাংলা ও ইংরেজির মধ্যে কোন বিষয়ে দ্বিমত দেখা দিলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে
ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের গবেষণার লক্ষ্যে ডুয়েট-ওয়ালটন চুক্তি
টেক টাইমস বিডি এর ফেসবুক পেজের লিংক