সর্বশেষঃ
Featuredবিজ্ঞান-প্রযুক্তি

আসুন জেনে নেই Microsoft Word এর পরিচিতি ও ব্যবহার সম্পর্কে।

আজকে আমরা Microsoft Word এর পরিচিতি ও ব্যবহার সম্পর্কে জানবো। মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word) মাইক্রোসফটের তৈরি করা একটি ওয়ার্ড প্রসেসর। এটি ১৯৮৩ সালে জেনিক্স সিস্টেমের জন্য মাল্টি-টুল ওয়ার্ড নামে বাজারে ছাড়া হয়।পরবর্তীকালে আইবিএমসহ বিভিন্ন প্লাটফর্মের জন্য যেমন, ডস, (১৯৮৩) অ্যাপল ম্যাকিন্টশ-এর ম্যাক ওএস (১৯৮৫), এটিএন্ডটি ইউনিক্স পিসি (১৯৮৫) ইত্যাদি এবং মাইক্রোসফট উইন্ডোজ (১৯৮৯)। বাণিজ্যিকভাবে স্বতন্ত্র পণ্য বা মাইক্রোসফট অফিস-এর সঙ্গে মুক্তি পায়। সীমিত বৈশিষ্ট্য নিয়ে অফিস ভিউয়ার এবং অফিস অনলাইন চালু আছে।

Microsoft Word বা MS Word এর পরিচিতি:

মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word) হল একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার (Word Processing Software)। এই সফটওয়্যারের মাধ্যমে Compose,Type, Drawing, Project Profile তৈরি করা, ছোটখাট ডিজাইন করা, বই তৈরি করা, দলিল, প্রশ্ন, চিঠিপত্র টাইপ করা ছাড়াও প্রিন্ট দেওয়া ও অফিসিয়াল কাজ সম্পাদন সহ যাবতীয় কাজ করা যায়। অত্যন্ত সহজ এই প্রোগ্রামটি সারা বিশ্বে প্রচলিত আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের Microsoft Corporation কতৃক এই সফটওয়্যার তৈরী তাই একে (Microsoft Word) বা (MS Word) বলে নামকরণ করা হয়েছে।

মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word) এর সাহায্যে কি কি করা যায়:

১. যে কোন ধরণের Document বা Text লেখা যায়।

২. বিভিন্ন চিঠিপত্র, দলিল, প্রশ্নপত্র টাইপ ও প্রিন্ট করা যায়।

৩. ডিজাইন করা যায়।

৪. বিভিন্ন ধরণের Project Profile তৈরী করা যায়।

৫. বিভিন্ন ধরণের Drawing, টেবিল এবং ডায়াগ্রাম তৈরী করা যায়।

৬.বিভিন্ন ধরণের কম্পোজ ও টাইপ করা যায়।

৭. বিভিন্ন ধরনের প্রোজেক্ট ফাইল তৈরি করা

৮. দ্রুততম সময়ে একাধিক চিঠি মেইল করা যায়।

৯. স্বল্প আকারে ডিজাইন করা যায়।

১০. ব্যক্তিগত নোট তৈরি করা যায়।

১১. টেবিল বা ডায়াগ্রামের সাহায্যে তথ্য প্রদর্শন করা যায়।

১২. ব্যাক্তিগত নোট তৈরী করা সহ দৈনন্দিন আরো নানাবিধ কাজ সম্পাদন করা ও প্রিন্ট করা যায়।।

মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহারের কিছু সুযোগ-সুবিধা নিন্মে আলোচনা করা হলো:

১. সহজেই ডকুমেন্ট শব্দ, বাক্য, প্যারা সংযোজন (Add)ও অপ্রয়োজনীয় অংশ মোছা বা (Delete) করা যায়। ডকুমেন্টের কোনো অংশ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়। ডকুমেন্টের কোনো অংশ বার বার না লিখে কপি করা যায়।

২. ডকুমেন্টের কোনো শব্দের পরিবর্তে স্বয়ংক্রিয়ভাবে নতুন শব্দ বসানো যায়। বানান ও ব্যাকরণগত ভুল সংশোধন করা যায়। বিভিন্ন আকারের কাগজে কাজ করা যায়।

৩. মেমরিতে সংরক্ষিত ডকুমেন্ট কাগজে মুদ্রিত করা যায় অথবা অন্য কোনো মাধ্যমে পাঠানো যায়। প্রাথমিক ধাপের গানিতিক কার্যাবলী সম্পাদনা করা যায় (যোগ,বিয়োগ,গুন,ভাগ)।

৪. গানিতিক সমীকরণ লিপিবদ্ধ করা যায়।এছাড়াও বর্তমানে গ্রাফিক্সের কিছু কাজ মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করা যায়।

মাইক্রোসফট কর্পোরেশন Microsoft Corporation প্রায় সকল অপারেটিং সিস্টেমের জন্য মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস প্রোগ্রাম তৈরী করেছে। মানুষের চাহিদার সাথে তাল মিলিয়ে কোম্পানিটি তাদের সফটওয়্যারের উন্নয়ন ঘটাচ্ছে দিনের পর দিন। বর্তমান সময় পর্যন্ত যে কয়টি ভার্সন তৈরী হয়েছে তা হলো

৩.০
৯৫
৯৭
২০০০
এক্সপি
২০০৩
২০০৭
২০১০
২০১৩
২০১৬
২০১৯

ব্যক্তিগত বা অফিসিয়াল কাজের জন্য মাইক্রোসফট ওয়ার্ড এর কাজ জানা আবশ্যক। চাকরির ক্ষেত্রে এক্সক্লুসিভ কিছু দক্ষতার প্রয়োজন হয়, তারমধ্যে মাইক্রোসফট ওয়ার্ড অন্যতম।

কী বোর্ড শর্টকাট ব্যবহার করে আপনি আপনার অনেক সময় বাঁচাতে পারেন এবং কজের গতিশীলতা বজায় রাখতে পারেন। তাই যথাসাধ্য এই শর্টকাট গুলো ব্যবহার করতে পারলে আপনার কাজ হয়ে উঠবে আরোও সহজ ও স্মার্ট। Windows অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় কী বোর্ড শর্টকাট ।

কি বোর্ড শর্টকাট কমান্ড সমূহ

বর্ণনা কমান্ড
Edit মেনুর জন্য Alt + E
ফাইল মেনুর জন্য Alt + F
View মেনুর জন্য Alt + V
Select all টেক্সটের জন্য Ctrl + A
টেক্সট Copy করার জন্য Ctrl + C
টেক্সট Find এর জন্য Ctrl + F
টেক্সট find এবং replace করার জন্য Ctrl + H
New Document এর জন্য Ctrl + N
একটি ফাইল Open করার জন্য Ctrl + O
Print অপশনের জন্য Ctrl + P
ফাইল Save এর জন্য Ctrl + S
টেক্সট Paste করার জন্য Ctrl + V
টেক্সট Cut করার জন্য Ctrl + X
টেক্সটকে Redo করার জন্য Ctrl + Y
টেক্সটকে Undo করার জন্য Ctrl + Z
টেক্সটের ডানে অথবা পরের লাইনের শুরুতে যাওয়ার জন্য Right Arrow
টেক্সট এর বামে অথবা পূর্বের লাইনের শেষে যাওয়ার জন্য Left Arrow
রোঁ এর এক ঘর উপরে যাওয়ার জন্য। Up Arrow
রোঁ এর এক ঘর নিচে যাওয়ার জন্য। Down Arrow
চলতি লাইনের প্রথমে যাওয়ার জন্য Home
চলতি লাইনের শেষে যাওয়ার জন্য End
ডকুমেন্টের প্রথমে যাওয়ার জন্য Ctrl + Home
ডকুমেন্টের শেষে যাওয়ার জন্য Ctrl + End
এক ফ্রেম উপরে যাওয়ার জন্য Page Up
এক ফ্রেম নিচে যাওয়ার জন্য Page Down
পূর্বের শব্দের প্রথমে যাওয়ার জন্য Ctrl + Left Arrow
পরের শব্দের শুরুতে যাওয়ার জন্য Ctrl + Right Arrow
লাইন ব্রেকের প্রথমে যাওয়ার জন্য Ctrl + Up Arrow
লাইন ব্রেকের শেষে যাওয়ার জন্য Ctrl + Down Arrow
লাইনের বামে সিলেক্ট করার জন্য Shift + Left Arrow
লাইনের ডানে সিলেক্ট করার জন্য Shift + Right Arrow
লাইনের উপরের ওয়ার্ড সিলেক্ট করার জন্য Shift + Up Arrow
লাইনের নিচের ওয়ার্ড সিলেক্ট করার জন্য Shift + Down Arrow
বামে শব্দ সিলেক্ট করার জন্য Shift + Ctrl + Left
ডানে শব্দ সিলেক্ট করার জন্য Shift + Ctrl + Right
পারাগ্রাফ বামে সিলেক্ট করার জন্য Shift + Ctrl + Up
পারাগ্রাফ ডানে সিলেক্ট করার জন্য Shift + Ctrl + Down
কারসর এবং চলতি লাইনের প্রথম থেকে মাঝের টেক্সট সিলেক্ট করার জন্য Shift + Home
কারসর এবং চলতি লাইনের শেষ থেকে মাঝের টেক্সট সিলেক্ট করার জন্য Shift + End
কারসর এবং ডকুমেন্টের প্রথম থেকে মাঝের টেক্সট সিলেক্ট করার জন্য Shift + Ctrl + Home
কারসর থেকে ডকুমেন্টের শেষ পর্যন্ত টেক্সট সিলেক্ট করার জন্য Shift + Ctrl + End
কারসর পয়েন্ট থেকে এর উপরে একটি ফ্রেম এর সম্পূর্ণ টেক্সটকে সিলেক্ট করার জন্য Shift + Page Up
কারসর পয়েন্ট থেকে এর নিচেখুঁজে একটি ফ্রেম এর সম্পূর্ণ টেক্সটকে সিলেক্ট করার জন্য Shift + Page Down
সব টেক্সট সিলেক্ট করার জন্য Ctrl + A
টেক্সট খুঁজে নেয়ার জন্য Ctrl + F
সিলেক্টেড টেক্সট বোল্ড করার জন্য Ctrl + B
সিলেক্টেড টেক্সট ইটালিক করার জন্য Ctrl + I
সিলেক্টেড টেক্সট আন্ডার লাইন করার জন্য Ctrl + U
সিলেক্টেড টেক্সট সুপারস্ক্রিপ্ট করার জন্য Ctrl + Shift + =
সিলেক্টেড টেক্সট সাবস্ক্রিপ্ট করার জন্য Ctrl + =
বামদিক থেকে ক্যারেক্টার ডিলেট করার জন্য Backspace
ডানদিক থেকে ক্যারেক্টার ডিলেট করার জন্য Delete
ডানদিক থেকে ডিলেট করার জন্য Ctrl + Del
বামদিক থেকে ডিলেট করার জন্য Ctrl + Backspace
ইন্ডেন্ট Tab
আউটডেন্ট Shift + Tab
টেক্সট কপি করার জন্য Ctrl + C
টেক্সট খুঁজে পেতে এবং পরিবর্তোনোর জন্য Ctrl + H
টেক্সট পেস্ট করার জন্য Ctrl + V
টেক্সট কাট করার জন্য Ctrl + X
টেক্সট পুনরায় করার জন্য Ctrl + Y
টেক্সট পুনরায় বাদ দিতে Ctrl + Z

চলুন জেনে নেই নামাজে কি পড়ি তার বাংলা অর্থ।

কাজের জন্য ১০টি সফটওয়্যার সম্পর্কে জেনে রাখুন!

টেক টাইমস বিডি এর ফেসবুক পেজের লিংক

 

আরও দেখুন
Back to top button
error: Content is protected !!