সর্বশেষঃ
খবর

ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বিপণনের গাইডলাইন তৈরিতে মতবিনিময় সভা

ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বিপণন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এর উদ্দেশ্য ছিল ইলেকট্রনিক্স খাতের উদ্যোক্তাদের ব্যবসায়িক সুবিধা নিশ্চিতের পাশাপাশি ভোক্তার অধিকার সংরক্ষণ করা। এ উদ্দেশ্যে একটি গ্রহণযোগ্য গাইডলাইন প্রণয়ন করা। পাশাপাশি ইলেকট্রনিক্স শিল্প খাতের উদ্যোক্তাদের জন্য একটি সংগঠন তৈরি করা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষরণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে শনিবার (২৯ অক্টোবর, ২০২২) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এ মতবিনিময় সভা হয়।

সভায় বিভিন্ন ইলেকট্রনিক ও ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, বিএসটিআইসহ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন—জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহেদা পারভিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ, বাটারফ্লাই গ্রুপের জেনারেল ম্যানেজার মাসুদ রানা, ফেয়ার গ্রুপের হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স মশিউর রহমান, বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের সেলস ডিরেক্টর মকবুল্লাহ হুদা চৌধুরী প্রমুখ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষরণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে বেসরকারি খাতের অবদান প্রায় ৮০ শতাংশ। বাংলাদেশে যে পরিমাণ ইলেকট্রনিক্স পণ্য প্রয়োজন হয়, তা আমদানি করতে গেলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হতো। সেখানে আমরা ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের মাধ্যমে শুধু এই চাহিদা পূরণই করছি না, বরং রপ্তানিও করছি। এই মতবিনিময় সভার উদ্দেশ্য—বাংলাদেশের ইলেকট্রনিক্স মার্কেটের এসওপি কেমন হবে, তার একটা গাইডলাইন তৈরি করা। সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছ থেকে লিখিত মতামতের ভিত্তিতে আমরা এই খসড়া গাইডলাইনকে সংশোধন ও পরিমার্জন করে গেজেট আকারে প্রকাশ করব।’

ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বিপণনের গাইডলাইন প্রণয়নে আয়োজিত মতবিনিময় সভার বক্তাগণ

জনপ্রশাসন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব জাহেদা পারভিন বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শুধু ভোক্তার জন্য কাজ করে, এমন নয়। বরং বিক্রেতা-ভোক্তা সবার জন্য কাজ করে। আমরা সবাই দেশ এবং জনগণের জন্য কাজ করি। ভোক্তা অধিকার আইন ২০০৯ সালে প্রণয়ন করা হয়েছিল। এটা এখন সংশোধনের সময় এসেছে। এখানে স্টেকহোল্ডারদের মতামত খুবই গুরুত্বপূর্ণ।’

জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘এই মতবিনিময় সভার উদ্দেশ্য—ইলেকট্রনিক্স পণ্যের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের স্বার্থ অক্ষুণ্ন রেখে ভোক্তার অধিকার যাতে সংরক্ষিত হয়, সেজন্য একটি গাইডলাইন তৈরি করা। বাংলাদেশ এখন ইলেকট্রনিক্স পণ্যের বড় বাজার। তাই, এই বাজারে ক্রেতা-বিক্রেতা উভয়ের স্বার্থ যেন সংরক্ষিত হয়, সেজন্য একটি গ্রহণযোগ্য গাইডলাইন আমরা তৈরি করব।’

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এমডি ও সিইও গোলাম মুর্শেদ বলেন, ‘ভোক্তা শব্দটি একটি চেইনের মতো, এটি একটি ইকো-সিস্টেম। কখনো আমরা উৎপাদনকারী, কখনো বিক্রেতা আবার কখনো ভোক্তা। তাই, ভোক্তা হিসেবে আমাদের সবার অধিকার সংরক্ষণ করা জরুরি। ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি প্রতিযোগিতামূলক খাত। এ ইন্ডাস্ট্রির কোনো ব্র্যান্ড উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা সিন্ডিকেট করে কখনো ভোক্তাদের নিয়ে ছলচাতুরি করে না। ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানগুলো ইনোভেটিভ আইডিয়া এবং প্রোডাক্ট কোয়ালিটি দিয়ে তাদের মার্কেট ধরে রেখেছে।’

ক্রেতার স্বার্থ সুরক্ষায় ইলেকট্রনিক্স পণ্যের স্ট্যান্ডার্ডাইজেশন খুবই জরুরি, উল্লেখ করে তিনি আরও বলেন, ‘রপ্তানি খাতে আগামী ১০ বছরে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির ১ নম্বর হওয়ার সম্ভাবনা ও সামর্থ আছে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে হলে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এ খাতে মনোযোগ বাড়াতে হবে। এ খাতের ব্যবাসয়িক সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

সভায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলম এবং বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের সেলস ডিরেক্টর মকবুল্লাহ হুদা চৌধুরী স্বাক্ষরিত একটি খসড়া গাইডলাইন উপস্থাপন করা হয়। মতবিনিময় সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি মতামত তুলে ধরেন।

তথ্যসূত্র: রাইজিংবিডি

টেক টাইমস বিডি

টেক টাইমস বিডি ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন
টেক টাইমস বিডি ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ টেক টাইমস বিডি ফেসবুক পেজের লিংক
টেক টাইমস বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং তথ্য প্রযুক্তির আপডেট ভিডিও দেখুন।
গুগল নিউজে টেক টাইমস বিডি সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
তথ্য প্রযুক্তির আপডেট খবর পেতে ভিজিট করুন www.techtimesbd.com ওয়েবসাইট।

আরও দেখুন
Back to top button
error: Content is protected !!