সর্বশেষঃ
হ্যান্ড পেইন্ট

এম্বুশ প্রিন্ট এর প্রাথমিক ধারণা ও ব্যবহার পদ্ধতি

এম্বুশ প্রিন্ট এর প্রাথমিক ধারণা : এম্বুশ প্রিন্ট হল প্রিন্ট করার পর আয়রণ করলে ফুলবে এমন জাতীয় একটি প্রিন্ট পদ্ধতি । এম্বুশ প্রিন্ট, ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট অথবা হ্যান্ড পেইন্ট উভয় ক্ষেত্রেই ব্যবহার করে কাপড়ে প্রিন্ট করা যায়। যেমন- ব্লক করতে যে সকল উপকরণ ব্যবহার করা হয়, সেই সব উপকরণের সাথে অতিরিক্ত এম্বুশ পেষ্ট ব্যবহৃত হয়ে থাকে । তেমনি স্ক্রিন প্রিন্ট, হ্যান্ড পেইন্টেও একইভাবে প্রিন্ট করা হয়ে থাকে ।

এম্বুশ প্রিন্ট এর জন্য প্রয়োজনীয় উপকরণ:

১। এম্বুশ পেস্ট- ৩ চা চামচ
২। হোয়াইট পেষ্ট- ৩ চা চামচ
৩। NK ফিকচার- ২ চা চামচ
৪। বাইন্ডার- পরিমাণ মত
৫। এক্রামিন রং পরিমাণ মত

এম্বুশ প্রিন্ট এর ব্যবহার পদ্ধতি:

সকল উপকরণ ভালো মতো মিশিয়ে তারপর ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, হ্যান্ড পেইন্ট করতে পারবেন। তবে মনে রাখতে হবে স্ক্রীন প্রিন্ট হলে ঘনত্ব রাখতে হবে আর হ্যান্ড পেইন্ট করলে পাতলা রাখতে হবে ।

সতর্কতা: এম্বুশ প্রিন্ট করার পর অবশ্যই রোদে শুকিয়ে উল্টো পিঠে আয়রণ করতে হবে।

ব্লক প্রিন্টের নানা দিক ও ব্লক করতে কী কী উপকরণ লাগবে তার বিবরণ

হ্যান্ড পেইন্ট কী ও হ্যান্ড পেইন্টিং এর প্রাথমিক ধারনা?

টেক টাইমস বিডি এর ফেসবুক পেজের লিংক

আরও দেখুন
Back to top button
error: Content is protected !!