সর্বশেষঃ
বিজ্ঞান-প্রযুক্তি

থ্রিডি কনটেন্টের জন্য অ্যাডবির নতুন টুল

থ্রি ডাইমেনশনাল ডিজিটাল বস্তু তৈরি করা যাবে। যেকোনো ডিভাইস দিয়ে একটি বস্তুর কয়েকটি ছবি তুলে সেগুলোর মিশ্রণে তৈরি হবে থ্রিডি কনটেন্ট। এই থ্রিডি কনটেন্ট ভিডিও গেম ও মেটাভার্স তৈরির কাজে লাগানো যাবে।

ভিডিও গেম সফটওয়্যার নির্মাতা কোম্পানি ইউনিটি সফটওয়্যার এবং মেটার্ভাস নির্মাতা কোম্পানি মেটা এই টুল কাজে লাগাতে পারবে।

থ্রিডি বস্তু তৈরি করা খুবই সময় সাপেক্ষ ও পরিশ্রমের কাজে। সদ্য উন্মোচিত এই দুটি টুল থ্রিডি কনটেন্ট তৈরির কাজ অনেকটাই সহজ করে দেবে। তবে শুরুতে শুধু ই-কমার্সের জন্যই টুলটি ব্যবহার করা যাবে। দ্বিতীয় আরেকটি টুল সুযোগ দেবে হাত দিয়ে থ্রিডি কনটেন্ট তৈরি করার। ডেস্কটপ পিসি ও ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট দিয়ে নিজের হাত ব্যবহার করেই থ্রিডি অবজেক্ট এডিট করা যাবে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: ইকোনোমিক টাইমস অব ইন্ডিয়া

টেক টাইমস বিডি

টেক টাইমস বিডি ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন
টেক টাইমস বিডি ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ টেক টাইমস বিডি ফেসবুক পেজের লিংক
টেক টাইমস বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতেঃ এখানে ক্লিক করুন এবং তথ্য প্রযুক্তির আপডেট ভিডিও দেখুন।
গুগল নিউজে টেক টাইমস বিডি সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
তথ্য প্রযুক্তির আপডেট খবর পেতে ভিজিট করুন www.techtimesbd.com ওয়েবসাইট।

এই বিভাগের আরও খবর

Back to top button