সর্বশেষঃ
টিপস অ্যান্ড ট্রিক্স

পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করুন সুবিধামতো, যেকোনো সময়

ব্যাংকিং কার্যক্রমকে আপনার হাতের মুঠোয় নিয়ে আসতে এবং জীবনকে একদম সহজ করে তুলতেই যাত্রা শুরু করে বিকাশ। তারই ধারাবাহিকতায় বিকাশ নিয়ে এসেছে ‘পে বিল’ সার্ভিস। আপনার পল্লী বিদ্যুৎ বিল দিতে আর কষ্ট করতে হবে না। এখন ‘পে বিল’ সার্ভিস-এর মাধ্যমে ঘরে বসেই পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করুন আপনার সুবিধামতো, যেকোনো সময়।

সেবার বিস্তারিত:

বিকাশ গ্রাহকদের জন্য ‘পে বিল’ একটি নতুন সেবা, যার মাধ্যমে তারা বিকাশ একাউন্ট ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের বিল প্রদান করতে পারবেন।

পে বিল সেবা থেকে একজন বিকাশ গ্রাহক নিম্নবর্ণিত সুবিধাসমূহ পাবেন:

  • চেক বিল: একজন গ্রাহক তার বিলিং একাউন্ট নাম্বার ও বিল প্রদানের তারিখ দিয়ে বিলারের প্রাপ্য বিল-এর পরিমাণ চেক করতে পারবেন। এর ফলে গ্রাহক বিল প্রদান করার পূর্বে তার সঠিক বিলের পরিমাণ এবং বিলের বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন
  • পে বিল: গ্রাহক তার প্রয়োজনীয়তা অনুসারে পে বিল সিলেক্ট করে প্রযোজ্য বিলের বিস্তারিত তথ্য দিয়ে তার আনুষঙ্গিক বিল প্রদান করতে পারবেন
  • বেনিফিশিয়ারি: গ্রাহক বিল প্রদানের সুবিধার জন্য বিভিন্ন বিলার-এর জন্য ব্যবহার/যোগ/বাতিল/বেনিফিশিয়ারি দেখা ইত্যাদি করতে পারবেন

গ্রাহকের সুবিধাসমূহ:

  • যেকোনো সময়, যেকোনো জায়গা হতে নানাধরনের বিল সহজেই প্রদান করা যাবে
  • বিল প্রদান করার জন্য গ্রাহককে বিলার নির্ধারিত পয়েন্টে উপস্থিত থাকতে হবে না
  • পেমেন্ট প্রদান করার পূর্বেই প্রদেয় বিলের এমাউন্ট এবং স্ট্যাটাস চেক করা যাবে

দেখে নিন কীভাবে বিকাশ অ্যাপ দিয়ে পল্লীবিদ্যুৎ বিল পরিশোধ করবেন কোন চার্জ ছাড়া

তথ্যসূত্র : বিকাশ

বাজার হবে এখন ঘড়ে বসে অনলাইনে বাজারযাবো ডট কমে।

আরও দেখুন
Back to top button
error: Content is protected !!