সর্বশেষঃ
বিজ্ঞান-প্রযুক্তিস্মার্টফোন

মারাত্মক ক্ষতি ফোনে হ্যান্ড স্যানিটাইজার লাগালেই

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের এমন পরিস্থিতিতে অনেকেই স্যানিটাইজার দিয়ে স্মার্টফোনটির পরিষ্কারের চেষ্টা করেন। তবে অনেকেই জানেন না, এতে লাভের চেয়ে ক্ষতি হয় অনেকগুণ বেশি।

স্মার্টফোনে স্যানিটাইজার ব্যবহার করলে যেসব ক্ষতি হতে পারে-

* স্যানিটাইজার ব্যবহারের ফলে ফোনের স্ক্রিন পরিষ্কারের হয় না, বরং ক্ষতিগ্রস্তই হয়। পাশাপাশি হেডফোনের জ্যাক ও স্পিকারও নষ্ট করে দেয়।

* বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্যানিটাইজারে অ্যালকোহল থাকে। তাই সেটি দিয়ে মোবাইল পরিষ্কারের পর হেডফোনের জ্যাক কিংবা চার্জার গুঁজলে শর্ট সার্কিটের প্রবল সম্ভাবনাও থেকে যায়। এছাড়া আয়ুও কমে যায় অনেক।

* ফোনে স্যানিটাইজার ব্যবহার করলে ডিসপ্লে ধীরে ধীরে হলুদ হয়ে যেতে পারে। একইসঙ্গে ক্যামেরার লেন্সও নষ্ট হয়ে যেতে পারে।

স্মার্টফোনের যত্ন নেবেন যেভাবে-

* প্রফেশনাল ক্লিনিং সলিউশন কিনে ফেলতে পারেন।

* ৭০ শতাংশ অ্যালকোহল রয়েছে, এমন বিশেষ ওয়াইপস বাজারে অনায়াসেই পেয়ে যাবেন। সেটি দিয়ে জীবাণুমুক্ত করে ফেলতে পারেন স্মার্টফোন।

* সুরক্ষিত অ্যান্টি-ব্যাকটিরিয়াল টিস্যু পেপার কিনেও সহজেই মোবাইল পরিষ্কার করতে পারেন।

তথ্যসূত্র: ইন্টারনেট

টেক টাইমস বিডি

টেক টাইমস বিডি ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন
টেক টাইমস বিডি ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ টেক টাইমস বিডি ফেসবুক পেজের লিংক
টেক টাইমস বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতেঃ এখানে ক্লিক করুন এবং তথ্য প্রযুক্তির আপডেট ভিডিও দেখুন।
গুগল নিউজে টেক টাইমস বিডি সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
তথ্য প্রযুক্তির আপডেট খবর পেতে ভিজিট করুন www.techtimesbd.com ওয়েবসাইট।

এই বিভাগের আরও খবর

Back to top button