সর্বশেষঃ
টিপস অ্যান্ড ট্রিক্স

ল্যাপটপের গতি বাড়ানোর চারটি সহজ উপায়

দীর্ঘদিন ব্যবহারের ফলে ল্যাপটপে প্রচুর টেম্প ফাইল এবং আক্ষরিকভাবেই ধুলোবালি জমা হয়। যন্ত্রাংশগুলো পুরোনো হতে থাকে এবং সফটওয়্যার আপডেট না করার ফলে ল্যাপটপ স্লো হতে পারে। দেখা যায় কাজের মাঝেই ল্যাপটপ হ্যাং হয়ে আছে। নানান কারণে আপনার ল্যাপটপটি স্লো হতে পারে।

চলুন ল্যাপটপের গতি বাড়ানোর চারটি সহজ উপায় জেনে নেওয়া যাক:

  • প্রথমেই দেখা নিন আপনার ল্যাপটপে কোনো ভাইরাস আছে কি না! ল্যাপটপে লোডিংয়ের সময় অযথা দেরি হলে ধরে নিন হবে ম্যালওয়্যার হানা দিয়েছে। সে ক্ষেত্রে কোনো ভালো অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ইনস্টল করে নিন।
  • অপ্রয়োজনীয় একাধিক ফাইল জমে জমে ল্যাপটপে স্পিড কমে যেতে পারে। দীর্ঘদিন অব্যববহৃত বা নিতান্ত অপ্রয়োজনীয় ফাইল রিসাইকল বিনে পাঠিয়ে দেওয়াই ভালো।
  • ল্যাপটপের গতি বাড়াতে হার্ড ড্রাইভের জায়গা খালি রাখা খুবই জরুরি। কম্পিউটারের হার্ড ড্রাইভ সম্পূর্ণ ভরে রাখা একেবারেই উচিত নয়। অনেকেই মনে করেন হার্ড ড্রাইভের ৮৫ শতাংশ অংশ ভরে গেলেই তা যন্ত্রের উপর প্রভাব ফেলতে শুরু করে। এতে প্রায় ৫০ শতাংশ গতি হ্রাস পেতে পারে ল্যাপটপের। ডাউনলোড করা প্রোগ্রাম, ছবি, গানের লাইব্রেরি হার্ড ড্রাইভের উপর চাপ বাড়ায়। এজন্য অপ্রয়োজনীয় ফাইল সরিয়ে ফেলুন।
  • ব্রাউজার পরিষ্কার রাখাও জরুরি। সারাদিনের ইন্টারনেট ব্রাউজিং এর উপরও ল্যাপটপের গতি নির্ভর করে। একসঙ্গে অনেক ট্যাব খুলে রাখার অভ্যাস আছে অনেকেরই। এতে ব্রাউজার ওভারলোড হয়ে গতি কমে যায় ল্যাপটপের। পাশাপাশি ব্রাউজিং হিস্ট্রি জমিয়ে রাখবেন না। নিয়মিত পরিষ্কার করে ফেলুন।

Google Drive কি? কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করবেন?

টেক টাইমস বিডি এর ফেসবুক পেজের লিংক

তথ্যসূত্র: ইন্টারনেট

আরও দেখুন
Back to top button
error: Content is protected !!