বিজ্ঞান-প্রযুক্তি

পাসওয়ার্ড ছাড়া লগইন পদ্ধতি সহজ করল গুগল

পাসকি পদ্ধতি ব্যবহার করে পাসওয়ার্ডের বদলে আঙুলের ছাপ দিয়েই বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে দ্রুত সাইনইন করতে পারেন গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা। সহজে এ সুবিধা ব্যবহারের সুযোগ দিতে এবার গুগল অ্যাকাউন্টে ডিফল্ট হিসেবে পাসকি পদ্ধতি যুক্ত করেছে গুগল। সব গুগল ব্যবহারকারী পর্যায়ক্রমে এ সুযোগ পাবেন। নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের বর্তমানের মতো গুগল অ্যাকাউন্টের সেটিংস অপশনে প্রবেশ করে পাসকি পদ্ধতি চালু করতে হবে না। এর ফলে পাসকি ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

গুগল অ্যাকাউন্টে ডিফল্ট হিসেবে পাসকি পদ্ধতি যুক্ত করার ফলে অ্যাকাউন্টে প্রবেশের আগে স্বয়ংক্রিয়ভাবে পাসকি তৈরি এবং ব্যবহারের একটি বার্তা দেখা যাবে। এর ফলে দ্রুত পাসকি পদ্ধতি ব্যবহারের পাশাপাশি নতুন করে নিবন্ধনও করা যাবে। তবে ব্যবহারকারী চাইলে বার্তায় থাকা ‘স্কিপ পাসওয়ার্ড হোয়েন পসিবল’ অপশনে ক্লিক করে পাসকির বদলে পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন।

গুগলের পণ্য ব্যবস্থাপক ক্রিশ্চিয়ান ব্র্যান্ড এবং শ্রীরাম কর জানিয়েছেন, পাসকি বিষয়ে ব্যবহারকারীদের ইতিবাচক মতামতের ওপর ভিত্তি করেই গুগল অ্যাকাউন্টে ডিফল্ট হিসেবে পাসকি পদ্ধতি চালু করা হয়েছে। এখন থেকে গুগল অ্যাকাউন্টে প্রবেশের সময় পাসকি তৈরি এবং ব্যবহারের জন্য একটি বার্তা দেখা যাবে। এর ফলে গুগল অ্যাকাউন্টে প্রবেশের সময় সহজেই পাসকি তৈরির পাশাপাশি ব্যবহারের সুযোগ মিলবে।

গুগলের তথ্যমতে, পাসকি–সুবিধা চালুর পর ৬৪ শতাংশ ব্যবহারকারী প্রচলিত পাসওয়ার্ডের বদলে পাসকি ব্যবহার পদ্ধতি সহজ বলে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, পাসকি পদ্ধতিতে ব্যবহারকারীর শনাক্তকরণ, যেমন আঙুলের ছাপ মূলত ক্লাউডের মাধ্যমে সব যন্ত্রে সংযুক্ত থাকে। ক্রিপ্টোগ্রাফিক পাসকি ক্লাউডের মাধ্যমে সব যন্ত্রে খাপ খাওয়ানো (সিনক্রোনাইজ করা) যায়। এর ফলে আঙুলের ছাপ ব্যবহার করে যন্ত্র আনলক এবং ওয়েবসাইট ও অ্যাপে সাইনইন করা সম্ভব। এ পদ্ধতি তুলনামূলক নিরাপদ। কেননা, এর সাহায্যে ব্যবহারকারীর আঙুলের ছাপ বা অন্যান্য শনাক্তকরণ প্রক্রিয়ার প্রয়োজন হয়। এর ফলে দূর থেকে হ্যাকাররা সহজে অ্যাকাউন্টের দখল নিতে পারে না।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

টেক টাইমস বিডি

টেক টাইমস বিডি ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন
টেক টাইমস বিডি ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ টেক টাইমস বিডি ফেসবুক পেজের লিংক
টেক টাইমস বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতেঃ এখানে ক্লিক করুন এবং তথ্য প্রযুক্তির আপডেট ভিডিও দেখুন।
গুগল নিউজে টেক টাইমস বিডি সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
তথ্য প্রযুক্তির আপডেট খবর পেতে ভিজিট করুন www.techtimesbd.com ওয়েবসাইট।

এই বিভাগের আরও খবর

Back to top button
error: Content is protected !!