হ্যান্ড পেইন্ট

রং এর মিশ্রন ও কালার তৈরি করবেন কীভাবে?

বর্তমানে রাজত্ব চলছে হ্যান্ড পেইন্টের। অনলাইন ব্যবসায়ের সূত্র ধরে হ্যান্ড পেইন্টিং পরিচিতি পেয়েছে সবার কাছে। স্বল্প পরিসরে ও স্বল্প পুঁজিতে শুরু করা যায় বলে অনেকেই ব্যবসার মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন এটিকে। তবে তার জন্য রং, তুলি,ও আঁকানো সম্পর্কে কিছুটা জ্ঞান থাকা আবশ্যিক।

হ্যান্ড পেইন্ট কী?

দুটি শব্দের সমন্বয় রয়েছে হ্যান্ড পেইন্টে। হ্যান্ড মানে হাত আর পেইন্ট মানে রং। আর এর মাধ্যমে যে কাজগুলো করা হয় তাকে বলা হয় হ্যান্ড পেইন্টিং।

কীভাবে করে?

নির্দিষ্ট জিনিসের ওপর আঁকানোর নামই হ্যান্ড পেইন্ট। রং তুলির সাহায্যেই মূলত কাজটি করা হয়।

হ্যান্ড পেইন্টিং কীসে করে?

শাড়ী, পাঞ্জাবী, থ্রী-পিছ, বিছানার চাদর ,ক্যানভাস, কাগজ, কাঠে ছাড়াও আরও অনেক কিছুতে হ্যান্ড পেইন্ট করা হয়।

রং এর মিশ্রন ও বিভিন্ন রকম কালার তৈরি  করার পদ্ধতী

১। লাল + সাদা = গোলাপী কালার
২। কালো + হলুদ = ছাই কালার
৩। ব্লু + অ্যাশ = সুরমা কালার
৪। মেজেন্টা + গোল্ডেন = कॉঠাল কালার
৫। ব্লু + সাদা = আকাশী কালার
৬। ব্লু + কালো = নেভী ব্লু কালার
৭। লাল + নীল= নেভী ব্লু কালার
৮। হলুদ + নীল= সবুজ কালার
৯। গোল্ডেন + সবুজ= জলপাই কালার
১০। গোলাপী + গোল্ডেন =মিষ্টি কালার
১১। হলুদ + সবুজ = টিয়া কালার
১২। কমলা + ব্লু = মেরুন কালার
১৩। কমলা + নীল = চকলেট কালার
১৪। কমলা + সবুজ =মাটি কালার
১৫। হলুদ + সাদা = অফ হোয়াইট কালার
১৬। লাল + সাদা = গোলাপী কালার
১৭। নীল + সাদা = স্কাই কালার
১৮। ব্রাউন + গোল্ডেন = বিস্কিট কালার
১৯। ব্লু + লাল = মেরুন কালার
২০। বেগুনী + মেজেন্টা = জাম কালার
২২। কমলা + ব্রাউন = তামা জাতীয় কালার
২৩। সাদা + কালো= অ্যাশ কালার
২৪। লাল + কালো= মেরুন কালার
২৫। হলুদ + সবুজ= লেমন টিয়া কালার
২৬। ফিরুজা + হলুদ= পেষ্ট কালার
২৭। কমলা + লাল = ইট কালার
২৮। ব্রাউন + গোলাপী = দারুচিনি কালার

টেক টাইমস বিডি

টেক টাইমস বিডি ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন
টেক টাইমস বিডি ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ টেক টাইমস বিডি ফেসবুক পেজের লিংক
টেক টাইমস বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতেঃ এখানে ক্লিক করুন এবং তথ্য প্রযুক্তির আপডেট ভিডিও দেখুন।
গুগল নিউজে টেক টাইমস বিডি সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
তথ্য প্রযুক্তির আপডেট খবর পেতে ভিজিট করুন www.techtimesbd.com ওয়েবসাইট।

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!