বিজ্ঞান-প্রযুক্তি

দেশের বাজারে ১৪ প্রজন্মের নতুন মাদারবোর্ড

বাংলাদেশের বাজারে গিগাবাইটের অরাস জেড৭৯০ এক্স সিরিজের ১৪ প্রজন্মের চারটি মডেলের মাদারবোর্ড এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ডিডিআর৫ প্রযুক্তির মাদারবোর্ডগুলোতে বায়োস অপটিমাইজেশন সুবিধার পাশাপাশি বিকল্প স্লট রয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ন্যানোকার্বন আবরণ এবং থার্মাল গার্ড সুবিধা রয়েছে মাদারবোর্ডগুলোতে। পিসিআইই ইউডি স্লট এক্স সুবিধার মাদারবোর্ডগুলোতে এমডটটু এসএসডি ইনস্টলেশন প্রক্রিয়া সহজ করার জন্য এমডটটু ইজেড ল্যাচ ক্লিক সুবিধাও রয়েছে। ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মডেলভেদে মাদারবোর্ডগুলোর দাম ধরা হয়েছে ৩৫ হাজার থেকে ৭০ হাজার টাকা।

তথ্যসূত্র: প্রথম আলো

টেক টাইমস বিডি

টেক টাইমস বিডি ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন
টেক টাইমস বিডি ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ টেক টাইমস বিডি ফেসবুক পেজের লিংক
টেক টাইমস বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতেঃ এখানে ক্লিক করুন এবং তথ্য প্রযুক্তির আপডেট ভিডিও দেখুন।
গুগল নিউজে টেক টাইমস বিডি সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
তথ্য প্রযুক্তির আপডেট খবর পেতে ভিজিট করুন www.techtimesbd.com ওয়েবসাইট।

এই বিভাগের আরও খবর

Back to top button